ফেলে আসা বছরের অশান্ত পরিবেশ নিয়ে ভাবছি, ভাবছি আড্ডায় সাজিয়ে তুলব নতুন বছরে নতুন প্রত্যয় ও প্রত্যাশার কথা। গড়ে উঠুক আত্মবিশ্বাস আমাদের সকলের মনে পরিবর্তনের শক্তিতে আর জনতার ঐক্যে। আমরা আর ঘটনার চমক চাই না, নাটকীয়তা চাই না, বিবেকের মৃতু্য চাই না। শান্তি ও স্বস্তি চাই। নৈরাজ্য চাই না। ধর্মবিশ্বাস চাই, ধমর্ান্ধতা চাই না। জীবনে স্বাচ্ছন্দ্য ও তারল্য চাই, অনাবশ্যক ঐশ্বর্য চাই না। অপসংস্কৃতি থেকে মুক্তি চাই, বিকাশ চাই আমাদের হাজার বছরের প্রাণজ সংস্কৃতি ও ঐতিহ্যের। চাই এদেশে "গণতন্ত্র মুক্তি পাক", যুবরাজের হাতে পণবন্দী হয়ে নয়, বরং জনগণের স্বতস্ফুর্ততায়। প্রতারণা নয়, বিভ্রান্তি নয়, মিথ্যের বেসাতি নয়, ন্যায় ও সত্যের আলোতে প্রজ্জোলিত জীবন চাই। সাফল্য স্পর্শ করুক এদেশের প্রতিটি প্রাণের স্পন্দনকে। মনে পড়ে গেল রবিঠাকুরের কবিতার ক'টি লাইন, একান্তে আবৃওি করতে থাকি:
"...অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু,
চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জল পরমায়ু,
সাহসবিস্তৃত বক্ষপট। এ দৈন্য-মাঝারে, কবি,
একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি"
চলুন না সবাই মিলে রচনা করি "বিশ্বাসের ছবি" এদেশের সবার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১. ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭ ০