শুভ নববর্ষ। স্বাগত জানাই ইংরেজী 2006 সালকে। এক বছর হতে যাচ্ছে আড্ডাবাজের ছদ্মনামে শুরু করা আড্ডার এই ব্লগ। আলো আর আশাকে সঙ্গী করে আমি লিখি। আমার এই লেখার আয়োজন বাংলাদেশে অথবা পৃথিবীর অন্যএ যেসব বিষয়, প্রতিবন্ধকতা ও সম্ভাবনার মুখোমুখি আমরা হচ্ছি তা তুলে ধরার জন্য । আমি আমার সুপ্রিয় পাঠকদের ভাবনা, প্রতিক্রিয়া, মন্তব্য, সমালোচনা ও উৎসাহের জন্য জানাই উষ্ণ শুভেচ্ছা। নিঃসন্দেহে, আমরা চাই নতুন ধারণা, প্রত্যাশা, ও অনুপ্রেরণা। আমরা চাই পরিবর্তনের স্বার্থে জাগৃতি ও অঙ্গীকার। আমার বসবাস গ্রন্থিত হয়ে আছে এক অপূর্ব প্রত্যাশা, স্বপ্ন ও প্রত্যয়ে যেখানে আমাদের নতুন প্রজন্ম নিজেদের উৎসর্গ করছে বাংলাদেশকে আসীন করতে গৌরবজনক মযর্াদায় আর আমাদের মুক্তি দিতে আমাদের ভুলের ও লজ্জার গ্লানি থেকে। আমার প্রত্যাশা ও স্বপ্ন বিদ্রোহী কবি নজরুলের পংক্তিমালার সাথে স্পন্দিত হয়:
"...আসছে নবীন- জীবন-হারা অসুন্দরে করতে ছেদন!
তাই সে এমন কেশে বেশে
প্রলয় বয়েও আসছে হেসে_
মধুর হেসে।
ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!
ঐ ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর?
তোরা সব জয়ধ্বনি কর্!
বধুরা প্রদীপ তুলে ধর্!
কাল ভয়ঙ্করের বেশে এবার ঐ আসে সুন্দর!
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্"!
সেই সুন্দরের প্রত্যাশায় শুভ নববর্ষ।